শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স-
ঢাকা ক্রাইম নিউজ: দীর্ঘ ছয় মাস পর জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছেন।
শুক্রবার সকালে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি সূর্য কান্ত কেজরিওয়ালের বিরুদ্ধে আনা মদের আবগারি মামলায় তাদের রায় দিয়েছেন।
গত জুনে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) কেজরিওয়ালকে মদের আবগারি মামলায় গ্রেপ্তার করে। এ মামলায় তাকে জামিন দেওয়া হলেও লেফট্যানেন্ট গভর্নর ভিকে সাক্সেনার অনুমতি ছাড়া তিনি তার অফিসে বা দিল্লির সচিবালয়ে যেতে পারবেন না। কোনো ফাইলে স্বাক্ষরও করতে পারবেন না।
কেজরিওয়ালকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সিবিআইয়ের ‘কোনো বাধা নেই’ বলে রায়ে উল্লেখ করেছেন বিচারপতি কান্ত। কিন্তু বিচারপতি ভুঁইয়া এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘নিম্ন আদালত ইডি মামলায় জামিন মঞ্জুর করার পরেই সিবিআই কেন সক্রিয় হয়ে উঠল?’
তবে বিচারপতি ভূঁইয়া ও বিচারপতি কান্ত কেজরিওয়ালের বিরুদ্ধে আনা মামলায় পৃথক পৃথকভাবে তাদের রায় দিলেও আজকে কেজরিওয়ালকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়ে তারা দুজনই সম্মত হয়েছেন।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ রায় দেওয়ার সময় সিবিআইয়ের কড়া সমালোচনা করে বলেছেন, দীর্ঘায়িত কারাবাস স্বাধীনতা থেকে অন্যায়ভাবে বঞ্চিত করার সমান।
দিল্লির তিহার জেল সূত্রে জানা গেছে, আজই তিনি মুক্তি পাবেন।
১২ জুলাই কেজরিওয়ালকে মানি লন্ডারিং মামলায় ভারতের সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেয়। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) এ-সংক্রান্ত করা অপর এক মামলার জন্য তাকে কারাগারে থাকতে হয়।
দিল্লির মদের আবগারি নীতি কেলেঙ্কারিতে ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এএপির নেতা অরবিন্দ কেজরিওয়াল। একই মামলায় ২৬ জুন কেজরিওয়ালকে সিবিআই গ্রেপ্তার করেছিল।
২০২৪ সালের সাত দফার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ করার জন্য তাকে ১ জুন পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল। ২ জুনের মধ্যেই তাকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া