রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স-
ঢাকা ক্রাইম নিউজ: ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
গত মঙ্গলবার রাতে দিলীপ কুমার আগাওয়ালাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক। আবেদনকারী শুনানিতে বলেন, দিলীপ আগারওয়ালার ভারতে তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি আছে। এ ছাড়া মালয়েশিয়া, দুবাই, কানাডায় অবৈধ সম্পদ আছে। ৪০ কোটি টাকা বিনিয়োগ করে একটি ব্যাংকের পরিচালক হন তিনি।
সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন দিলীপ আগারওয়ালা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সম্পাদক।
দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে ২৫ হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগ উঠেছে। তিনি ও তার প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড সংশ্লিষ্ট শতাধিক কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা এবং অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সংঘবদ্ধভাবে সোনা ও হীরা পাচার করেন।