শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মহাখালীতে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা স্বামী স্ত্রীর  ছাএ-জনতার আন্দোলন দমাতে অর্থ-অস্র দিয়ে সহায়তা করেন গুলশান থানা শ্রমিক লীগ নেতা রাজু স্বাস্থ্য অধিদপ্তরের সুবিধাভোগীরা আঃ লীগের সাথে ছিলেন, আঃ লীগ বিরোধীদের সাথেও আছেন ২ বিচারপতি পদের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন পদত্যাগই উত্তম -Dhaka Crime news24 চাকুরী দেওয়ার নামে ভূয়া ক্যাপ্টেন সৌরভের প্রতারণা || ছাত্র আন্দোলনে ২ পিস্তল হাতে গুলি চালানো যুবক গ্রেপ্তার মুগদায় ছুরিকাঘাতে এক ভাই নিহত, গুরুতর আহত দুই ভাই হাসপাতালে যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘা ত মানিকগঞ্জে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীসহ তিনজন পটুয়াখালীর বাউফলে ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

স্বাস্থ্য অধিদপ্তর’ মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল আইইডিসিআরের

মোঃ সোহেল রানা-

ঢাকা ক্রাইম নিউজ: স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাঃ রোবেদ আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি করেছে, নিপীড়ন ও বৈষম্যের শিকার
চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আইইডিসিআরের ব্যানারে।

সোমবার (৯ই সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিলে অংশ নেন আইইডিসিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে মহাপরিচালকের পদত্যাগ দাবি করে।

মিছিলটি স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন iedcr ভবন থেকে স্বাস্থ্য আধিদপ্তরের নতুন ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দেয়, মিছিলটির নেতৃত্ব দেয় ভাইরোলজী ডিপার্টমেন্টের ইনচার্জ সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট কাজী মাছুম।

মহাপরিচালকের পদত্যাগের
বিক্ষোভ মিছিলে কাজী মাছুম বলেন, আমরা চাচ্ছি এই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের সুবিধাভোগী ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাঃ রোবেদ আমিন এই স্বাস্থ্য অধিদপ্তরে আর অবস্থান করবে না। আমরা এই সুবিধাভোগী আওয়ামী লীগের দোসর ডাঃ রোবেদ আমিনকে আর দেখতে চাই না।
ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাঃ রোবেদ আমিনের যদি পদ নয় নিজ পেশার প্রতি আত্মসম্মানবোধ থাকে তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করুক।

কাজী মাছুম আরো বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। ৭১ এর পরে নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে। সরকারের দোসর আওয়ামী লীগের সুবিধাভোগ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি এডিজি সহ অনেকেই পদত্যাগ করেছে, আমরা চাই স্বৈরাচার সরকারের এজেন্ট ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদত্যাগ।

আরও বলেন, স্বৈরাচার সরকারের এজেন্টদের আমরা কিছুতেই স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকতে দিবো না।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত