রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
মোঃ সোহেল রানা-
ঢাকা ক্রাইম নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. রোবেদ আমিনের পদত্যাগ দাবি করেছেন, চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা। অবস্থান কর্মসূচিতে একই সঙ্গে স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগেরও দাবি জানানো হয়।
সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকেই মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গনে বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ১৩তম দিনের অবস্থান কর্মসূচি।
দেশের স্বাস্থ্যবিভাগকে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে যারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে লুটপাট করেছে অবিলম্বে তাদের দুর্নীতির বিচার করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহা পরিচালক ডা. রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান্য দোসরা বৈষম্য বিরোধী চিকিৎসক- কর্মচারী আন্দোলনে ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নিয়ে করা তথাকথিত শান্তি সমাবেশ, এমন কি শেখ হাসিনার পতনের একদিন আগেও মিছিল ও সমাবেশ করেছে তারা। তাই তাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।
গত ১৮ই আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব দেয়া হয় অধ্যাপক ডা.রোবেদ আমিন। তারপর থেকেই ‘স্বৈরাচার শেখ হাসিনার পক্ষের শক্তি’ উল্লেখ করে তাকে প্রত্যাখানের মত দেন বক্তারা। একই সাথে স্বৈরাচারের অনুসারী সকল কর্মকর্তার পদত্যাগ চেয়েছেন।