রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক –
ঢাকা ক্রাইম নিউজ: রাজধানীর মহাখালী ঘোড়ার ঘর মাঠে মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৫) কে কুপিয়ে হত্যা চেষ্টা করে চিহ্নিত সন্ত্রাসী রাজীব ওরফে সুটার রাজীব, শিহাব, অটো শামীম, শহর বানু, শহর বানুর স্বামী রুবেল, শহর বানুর ছেলে আসাদ, রিপনসহ অজ্ঞাত আরো ৫/৬ জন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া দশটার দিকে গুরুতর আহত মঞ্জুরুল ইসলামকে প্রথমে ইমপালস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে রাত পৌনে দশটার দিকে মহাখালীর ঘোড়ার ঘর মাঠ নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন আহতের স্ত্রী চম্পা।
মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু একই এলাকার মৃত শুক্কুর ডালির ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার।
মঞ্জুর স্ত্রী চম্পা জানান, রাত পৌনে দশটার দিকে ঘোড়ার ঘর মাঠে মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৫) কে কুপিয়ে হত্যা চেষ্টা করে চিহ্নিত সন্ত্রাসী রাজীব ওরফে সুটার রাজীব, শিহাব, অটো শামীম, শহর বানু, শহর বানুর স্বামী রুবেল, শহর বানুর ছেলে আসাদ, রিপনসহ অজ্ঞাত আরো ৫/৬ জন তাকে কুপিয়ে ঘোড়ার ঘর মাঠে ফেলে যায়। পরে মঞ্জুর ভাতিজা মেহেদী স্থানীয়দের সহায়তায় রাত পৌনে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ইমপালস হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, রাত পৌনে দশটার দিকে মঞ্জুরুল নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে প্রায় পাঁচটির মতো ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া পায়ের রগ কাটা ছিল। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই চাঁদাবাজি দখলবাজি সহ নানান ইস্যুতে এলাকায় বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে মঞ্জুরুল আহতের পর এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, কোন এক অদৃশ্য শক্তির নির্দেশে চিহ্নিত সন্ত্রাসী রাজীব ওরফে সুটার রাজীব, শিহাব, অটো শামীম, শহর বানু, শহর বানুর স্বামী রুবেল, শহর বানুর ছেলে আসাদ, রিপনরা সদ্য শেখ হাসিনার পতনের পর থেকেই ঘোড়ার মাঠের কোন একটি বিষয় নিয়ে মঞ্জু প্রতিবাদ করায় শহর বানু ও রাজিবের পরিকল্পনায় তার উপর এই হামলা হয়।
আগেও অনেকবার মঞ্জুকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল রাজিব।
উক্ত বিষয়ে বনানী থানায় আজ অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আহতের স্ত্রী।