রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক-
ঢাকা ক্রাইম নিউজ: বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে তিনি লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃখজনক মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান।
তিনি আরও লিখেছেন, আমার দৃঢ় বিশ্বাস- বাংলাদেশের সহিষ্ণু জনগণ তাদের দৃঢ়তা ও ধৈর্য দিয়ে এই কঠিন সময় অতিক্রম করবে।
এদিকে সরশেষ খবর অনুযায়ী, দেশের ১১টি বন্যাকবলিত জেলায় ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।