রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
বনানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মিশু ছাত্রদল নেতা সাব্বিরের চাঁদাবাজি স্পেনে ৭০০ বছরেরও বেশি মুসলিম শাসন” পতনের নেপথ্যে যে কারণ!! শাহবাগে আউটসোর্সিং কর্মচারীদের সড়ক অবরোধ মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে গেইটলক করে মহাখালীতে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা স্বামী স্ত্রীর  ছাএ-জনতার আন্দোলন দমাতে অর্থ-অস্র দিয়ে সহায়তা করেন গুলশান থানা শ্রমিক লীগ নেতা রাজু স্বাস্থ্য অধিদপ্তরের সুবিধাভোগীরা আঃ লীগের সাথে ছিলেন, আঃ লীগ বিরোধীদের সাথেও আছেন ২ বিচারপতি পদের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন পদত্যাগই উত্তম -Dhaka Crime news24 চাকুরী দেওয়ার নামে ভূয়া ক্যাপ্টেন সৌরভের প্রতারণা || ছাত্র আন্দোলনে ২ পিস্তল হাতে গুলি চালানো যুবক গ্রেপ্তার

বন্দরে ক্যালসিয়াম কার্বনেটের ঘোষণায় এল ডেক্সট্রোজ-গুঁড়া দুধ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা চারটি কনটেইনার থেকে প্রায় ২৮ টন গুঁড়া দুধ এবং ৪০ টন ডেক্সট্রোজ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এতে করে প্রায় এক কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দেওয়া হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার পুরানা পল্টনের প্রতিষ্ঠান জিওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চার কনটেইনার ক্যালসিয়াম কার্বনেট আমদানির ঘোষণা দেয়। চালানটি খালাসের জন্য গত ১১ সেপ্টেম্বর বিল অব অ্যান্ট্রি দাখিল করে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সটেনডেট ইউনাইটেড এজেন্সি লিমিটেড। কিন্তু, চালানটিতে অসত্য ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে কাস্টমসের এআইআর শাখা। এ কারণে গত ১৮ সেপ্টেম্বর অ্যাসাকুইডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটি লক করে দেওয়া হয়। এরপর ১৯ সেপ্টেম্বর চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষিত ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে একই প্রকৃতি ও একই প্রিন্টের বস্তায় প্রায় ২ হাজার ৮০০ বস্তা ভিন্ন পণ্য পাওয়া যায়। এসব বস্তায় প্রায় ২৮ টন গুঁড়া দুধ এবং ৪০ টন ডেক্সট্রোজ রয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়ের করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত