শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স-
ঢাকা ক্রাইম নিউজ: সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরি গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গুলশান এলাকা থেকে তৌফিক-ই-ইলাহীকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা বলা যাচ্ছে না। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।
এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে।
পল্লী কবি জসিম উদ্দিনের মেয়ের জামাতা তৌফিক-ই-ইলাাহী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার গঠনের পর ১৯৭২-এ তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে।
আউট সিলেটে জম্ম নেওয়া সাবেক কর্মকর্তা আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তৌফিক-ই-ইলাহী ছিলেন আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকদের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। দেশের চরম অর্থনৈতিক মন্দার মধ্যেও বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাসের মূল্য কয়েক দফা বাড়ায় আওয়ামী লীগ সরকার। এর অন্যতম পরামর্শক ছিলেন তৌফিক-ই-ইলাহী।
২০১৪ থেকে ২০২৪ সালে তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তৌফিক-ই-ইলাহীর ভূমিকা ছিল অন্যতম। ভারতের মোদি সরকারের সঙ্গে হাসিনা সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক এবং আওয়ামী লীগকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রাখতে ভারত সরকারের অন্য সমর্থনের পেছনেও তৌফিক-ই-ইলাহী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সরকারবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন পিড়নে শেখ হাসিনার অন্যতম পরামর্শ ছিলেন সাবেক এ উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুতের নানা প্রকল্পে হাজার হাজার কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতি অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যুতের বিভিন্ন প্রকল্প থেকে লুট হওয়া অর্থের বড় অংশ তার ফান্ডে যেত। তার গোটা পরিবার দেশের বাইরে বিলাসী জীবনযাপন করেন লুটের টাকায়।