রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। তার নিয়োগের সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদনের পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা যান। এরপর থেকে পদটি শূন্য ছিল।
আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক এবং আমাদের অর্থনীতির সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান দৈনিক আজকের কাগজ ও ভোরের কাগজের মাধ্যমে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১শে জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। মা নূরুন নাহার খানের ৬ সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতার পাশাপাশি টেলিভিশন টকশোতে আলোচক হিসেবেও তিনি জনপ্রিয়।