রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক-
ঢাকা ক্রাইম নিউজ: সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সারাদেশে গত ৫ দিনে ২২৮ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন, র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে ঢাকায় ৫৫ জন ও ঢাকার বাইরে ১৭৩ জনসহ সারাদেশে ২২৮ জনকে গ্রেফতার করেছে র্যাব।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে মহাখালীর সেতু ভবন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন, ডাটা সেন্টার ও মেট্রোরেলসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমানসহ চারজনকে রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
তারা হচ্ছে- গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান (৩১), তার সহযোগী মো. সজল মিয়া (২৪), আল ফয়সাল রকি (২৭) ও মো. আরিফুল ইসলাম (৩০)।