শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক-
ঢাকা ক্রাইম নিউজ: নড়াইলের কালিয়ায় এক যুবকের হাত-পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার কলাবাড়ীয়া চর কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক আনিচ শেখ ওই এলাকার মোশারফ শেখের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন, নড়াগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন।
তিনি বলেন, শুক্রবার রাতে আনিচ শেখ নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওসিকার শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।