রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ছাত্র আন্দোলনে ২ পিস্তল হাতে গুলি চালানো যুবক গ্রেপ্তার মুগদায় ছুরিকাঘাতে এক ভাই নিহত, গুরুতর আহত দুই ভাই হাসপাতালে যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘা ত মানিকগঞ্জে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীসহ তিনজন পটুয়াখালীর বাউফলে ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ দেশটাকে শেখ হাসিনা বাপের জমিদারি ভেবেছিলেন : রিজভী ১০ দিনে, যৌথ অভিযানে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪ ৬ মাস পর জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা ‘স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গণঅধিকার পরিষদের বৈঠকে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের প্রস্তাব’

দেশব্যাপী সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক-

ঢাকা ক্রাইম নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশব্যাপী সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশব্যাপী সহিংসতা ও বিশৃঙ্খলার সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হবে এবং মামলার ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এতে মাসুদ পারভেজ রেজা ভূঁইয়া, গিয়াস উদ্দিন ও মুক্তাদির নামে তিন পুলিশ সদস্য এবং জুয়েল নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে মোট নিহতের সংখ্যা জানা যায়নি বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেই তাদের টার্গেট করা হয়েছে। এছাড়া এক পুলিশ সদস্যের ১২ বছর বয়সী ছেলেকেও নির্যাতন করা হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত ও বিএনপি হামলা চালিয়েছে এবং মাইক ব্যবহার করে জনগণকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যেতে বলেছে।’

সরকার কারফিউ অব্যাহত রাখতে চায় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে হামলার কারণে এটি আরোপ করা হয়েছে। যত দ্রুত সম্ভব কারফিউ প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত