শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স-
ঢাকা ক্রাইম নিউজ: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা দেশটাকে তার বাপের জমিদারি ভেবেছিলেন। যা ইচ্ছা তাই করেছেন। কোনো জবাবদিহি ছিল না।’
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর সফরে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে কথা বলা হলেই গুম, খুন ও আয়নাঘরে আটকে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হতো। সাংবাদিকরা কোনো কিছু লিখতে পারেনি। লিখলেই ডিজিটাল নিরাপত্তা আইনে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হতো। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন।’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনাজপুরে পুলিশের গুলিতে আহত শহরের রাজবাড়ী কাটাপাড়ায় আব্দুর রশিদের শিশুকন্যা ও তার পরিবারকে দেখতে যান রুহুল কবির রিজভী। সেখানে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় পরিবারটিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।
এ সময় বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, আতিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে রুহুল কবির রিজভী দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পাহাড়পুরের বাসভবনে ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টসকর্মী বাবুর স্ত্রী শারমিনকে আর্থিক সহায়তা দেন।