রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক-
ঢাকা ক্রাইম নিউজ: উদ্বোধনের অপেক্ষায় মডেল মসজিদ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় দৃষ্টিনন্দন মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী ৩১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করবেন বলে জেলা গৃহায়ন ও গণপূর্ত কার্যালয় সূত্রে জানা গেছে।
গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। পৌরসভার নব্বইরশী বাসস্ট্যান্ডে পুরাতন টাউন জামে মসজিদের স্থলে নির্মিত হয়েছে মসজিদটি। ৪২ শতক জমির ওপর সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটির নিচতলা ১৭ হাজার বর্গফুট, প্রথম তলা ৮ হাজার ৮০০ বর্গফুট ও দ্বিতীয় তলা ৮ হাজার বর্গফুট।
মসজিদে নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড রুম। রয়েছে গাড়ি পার্কিং জোন, পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আছে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। এছাড়া রয়েছে শিশুশিক্ষা, লাইব্রেরি, রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, প্রতিবন্ধীদের কক্ষ, অতিথিশালা, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামি সংস্কৃতি কেন্দ্র ও সুদৃশ্য সাড়ে ৯ তলাবিশিষ্ট মিনার।
নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। আর শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের মধ্যে। কিন্তু জমি নিয়ে জটিলতা, করোনা মহামারিসহ নানা কারণে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ায় খুশি স্থানীয়রা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানায়, উপজেলায় এটিই প্রথম আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। দেখে মন জুড়িয়ে যায়। কয়েক বছর ধরেই নির্মাণ কাজ চলে আসছে। এখন কাজ শেষ দেখতে পাচ্ছেন। মসজিদে নামাজ পড়ার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
জেলা গৃহায়ন ও গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকোশলী শাহ-আলম ফারুক চৌধুরী বলেন, সরকারের গৃহায়ন ও গণপূর্তের অধীনে মডেল মসজিদের কাজ প্রায় শেষ হয়েছে। ৩১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর আগে সব কাজ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। উদ্বোধনের পরদিনই দৃষ্টিনন্দন মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।