অনলাইন ডেক্স-
ঢাকা ক্রাইম নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮০ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার পৃথক দুই আদালতে নিহতের স্বজনরা বাদী হয়ে মামলাগুলো করেন। এর মধ্যে রামপুরায় আমীর হোসেন হত্যা মামলায় আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়। আর উত্তরায় হাফেজ মাওলানা হাবিবুল বাহার হত্যা মামলার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে উত্তরা পশ্চিম থানাকে নির্দেশ দিয়েছে আদালত।
এ ছাড়া রাজধানীর রূপনগরে শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৩৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে হত্যার অভিযোগে ঢাকা এবং ঢাকার বাইরে আদালত ও থানায় ইতিমধ্যেই শতাধিক মামলা হয়েছে।
রামপুরায় আমীর হোসেন নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় তার স্ত্রী আননী গতকাল শেখ হাসিনাসহ ২৪ জনের নামে হত্যা মামলার আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। এ মামলায় অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামাল। বাদী তার অভিযোগে বলেন, গত ১৯ জুলাই রামপুরা বিটিভি ভবনের সামনে এই আসামিদের নির্দেশে অন্য আসামিরা আমীর হোসেনকে গুলি করে হত্যা করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার নিহতের ঘটনায় শেখ হাসিনার সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকসহ ৫৬ জনকে আসামি করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে হাবিবুল্লাহ বাহারের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নম্বর সেক্টরে আধুনিক মেডিকেলের পাশে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্য আসামিরা গুলি ছোড়েন। এতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হত্যা মামলার আসামি ব্যারিস্টার শফিক, আমিন উদ্দিন, ইকবাল সোবহান চৌধুরী : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে গুলি করে হত্যার মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমীর, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলসহ ২৯৭ জনকে আসামি করা হয়েছে। গত রবিবার ইমরানের মা কোহিনূর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলাটি করেন।
এ মামলায় উল্লেখযোগ্য আরও আসামি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন, ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, একাত্তর টিভির সাবেক বার্তাপ্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, এটিএন নিউজের সাবেক বার্তাপ্রধান মুন্নী সাহা।
মামলার বাদী কোহিনূর আক্তার অভিযোগ করেন, ইমরান গত ৫ আগস্ট সকাল ৯টায় যাত্রাবাড়ীর কুতুবখালীতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনে অংশ নেন ইমরান। শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাত্রাবাড়ী থানার সামনে দিয়ে যাওয়ার সময় ইমরাকে গুলি করা হয়।
শেখ হাসিনাসহ ১৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন : রাজধানীর রূপনগরে শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৩৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে নিহতের চাচাতো ভাই মো. সম্রাট এ আবেদনটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো জিডি বা অপমৃত্যুর মামলা হয়েছে কি না, ১০ সেপ্টেম্বরের মধ্যে রূপনগর থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহাবুবউল আলম হানিফ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর সংলগ্ন প্রশিকা মোড়ে উপরোক্ত আসামিদের নির্দেশে গুলিতে শামীম হাওলাদার নিহত হন।
ঠাকুরগাঁওয়ে দুই সাবেক এমপির বিরুদ্ধে মামলা : চাঁদাবাজি, ভূমি জবরদখলসহ বেশ কিছু অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের আদালতে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ (এমপি) ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তবর্তী এলাকায় ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি করেছেন ঠাকুরগাঁওয়ের শিল্পপতি রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসরাম বাবলু। সংশ্লিষ্ট আদালতের বিচারক রহিমা খাতুন অভিযোগটি থানায় এফআইআর হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন। মামলার আসামি দুই সাবেক এমপি হলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দবিরুল ইসলাম এবং তার ছেলে মাজাহারুল ইসলাম সুজন।