রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
আমি বাংলাদেশ , আমার মাটিতে ফলে সোনা
বৈশাখ থেকে চৈত্র আর চৈত্র থেকে বৈশাখ,
আমার বুকেই বেড়ে ওঠে সকল সম্ভাবনা।
আমার মাটি, আলে বেড়ে ওঠা সন্তাদের ডাকো বাঙাল,
পর্তুগিজ কিংবা ইংরেজ , এই মাটিরই কাঙাল।
আমি বাংলাদেশ, হ্যা আমিই বাংলাদেশ
যুগে যুগে আমার সন্তানেরা রক্ত দিয়ে
রেখেছে আমায় আগলে ।
আমি মা, আমার বুকের মাঝে আছে হাহাকার ,
সন্তান যদি হারাই আমার, পৃথিবীকে দেব বদলে!
আমিই বাংলাদেশ , আমার বুকেই বহমান কর্নফুলির স্রোত,
আমার বুকেই মাথা তুলে আছে তাজিংডং পর্বত,
আমার বুকেই গান গেয়ে চলে মাঝি আর ভাটিয়াল,
মিলে মিশে সব একাকার আমি,
সাবধান কেউ করতে যেও না ক্ষতি,
আমার রূপ হবে ভয়াল।
লেখক -সুবর্না বিশ্বাস
সহকারী শিক্ষক, ৯৬ নং কমলা সঃপ্রাঃবি, পটুয়াখালী সদর, পটুয়াখালী