রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক-
ঢাকা ক্রাইম নিউজ: বগুড়ায় ভয়ঙ্কর হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে আজিজুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আবাসিক হোটেলে নিয়ে গিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যা করেছেন বলে অভিযোগ। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটক আজিজুলের বাড়ি বগুড়ার ধুনটে। আর শ্বশুরবাড়ি বগুড়া শহরে। স্ত্রী-সন্তানদের শপিং করে দেয়ার কথা বলে শহরের বনানী মোড় এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে ওঠেন আজিজুল। হোটেল ভাড়া নেয়ার সময় তিনি নিজের ছদ্মনাম ব্যবহার করেন।
পুলিশ আরও জানায়, পূর্বপরিকল্পনা মতো দাম্পত্য কলহের জেরে স্ত্রী-সন্তানদের হত্যা করেন আজিজুল। এরমধ্যে, দেড় বছর বয়সী শিশুর বিচ্ছিন্ন মাথা হোটেলের পাশে করতোয়া নদীতে ফেলে দেন।
রোববার (২ জুন) সকালে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ আজিজুলকে আটক করে।