শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মহাখালীতে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা স্বামী স্ত্রীর  ছাএ-জনতার আন্দোলন দমাতে অর্থ-অস্র দিয়ে সহায়তা করেন গুলশান থানা শ্রমিক লীগ নেতা রাজু স্বাস্থ্য অধিদপ্তরের সুবিধাভোগীরা আঃ লীগের সাথে ছিলেন, আঃ লীগ বিরোধীদের সাথেও আছেন ২ বিচারপতি পদের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন পদত্যাগই উত্তম -Dhaka Crime news24 চাকুরী দেওয়ার নামে ভূয়া ক্যাপ্টেন সৌরভের প্রতারণা || ছাত্র আন্দোলনে ২ পিস্তল হাতে গুলি চালানো যুবক গ্রেপ্তার মুগদায় ছুরিকাঘাতে এক ভাই নিহত, গুরুতর আহত দুই ভাই হাসপাতালে যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘা ত মানিকগঞ্জে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীসহ তিনজন পটুয়াখালীর বাউফলে ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

আজ খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস

রকি পাটোয়ারী-

ঢাকা ক্রাইম নিউজ: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস আজ বুধবার (১১ সেপ্টেম্বর)।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের মঈনুল রোড়ের বাড়ি থেকে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এ দিনটিকে কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।

২০০৭ সালে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আদালত জামিন আবেদন বাতিল করলে সংসদ ভবন এলাকার একটি বাড়িকে সাবজেল ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন নিজের একাদশ ও দ্বাদশ কারামুক্তি দিবসেও কারাগারেই ছিলেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতির এই দুই মামলার দণ্ড থেকে গত ৬ আগস্ট মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে তাকে মুক্তি দেন। মুক্তির পর এখন গুলশানের বাসা ফিরোজায় আছেন খালেদা জিয়া।

চিকিৎসকরা জানিয়েছেন, নানা অসুস্থতা থাকলেও এতদিন পর মুক্তি পাওয়ায় পারিবারিক পরিবেশে মানসিকভাবে স্বস্তিতে দিন কাটাচ্ছেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত