রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
বর-কনের হেলিকপ্টারে বিয়ে, নায়ক-নায়িকার বিয়ে, জেলার পুলিশ সুপারের বিদায়সহ নানাভাবে সমাজের সেলিব্রেটিদের জাঁকজমকপূর্ণ বিদায় বা বিয়ে দেখেছেন অনেকেই। কিন্তু মসজিদের ইমামের বিদায়ের খোঁজ রাখে কতজন।
দীর্ঘ দিন ইমামতি করার পর এক প্রকার গোপনে মসজিদ কমিটির অন্যায় ভাবে বিদায় করে দেওয়া মসজিদের মুসল্লিদের প্রিয় ইমাম কারী মোহাম্মদ আবু জাহেরকে।
পুনরায় উক্ত মসজিদে আই পি এইচ যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে কাউন্সিলরের মাধ্যমে যুব সমাজের রাব্বি, মাহমুদুল, সোহেল, মোহন রিপনসহ অন্যান্যদের উপস্থিতিতে দেওয়া হয় ক্রেস্ট উপস্থিত ছিলেন যুবসমাজ এলাকার মুসল্লী ও মুরুব্বিগণ।